Header Ads

Header ADS

ব্যাটিং কৌশলের মতো করোনাও সামলাতে পারেন, বললেন সৌরভ!

bd news24


করোনাভাইরাসের প্রকোপে এলোমেলো পুরো বিশ্ব। আপাতত করোনার ধাক্কা সামলাতে ব্যস্ত সবাই। জীবন বাঁচাতে ঘরে থাকাই এখন নিরাপদ। অব্শ্য এমন পরিস্থিতির মধ্যেও ক্রিকেট ফিরছে ইংল্যান্ডে। আগামীকাল বুধবার ব্যাট-বলের খেলায় মাঠে ফিরবেন ইংলিশরা।

ইংল্যান্ডে যখন ক্রিকেট ফিরছে, ভারতে তখন ভিন্ন পরিস্থিতি। দেশটিতে করোনার প্রকোপ বেড়েই চলছে। শনাক্তর সংখ্যায়ও এখন তৃতীয় স্থানে ভারত। এমন পরিস্থিতিতে সবাইকে বাস্তবতা মেনে নেওয়ার পরামর্শ দিলেন বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলী। ক্রিকেট সংশ্লিষ্ট সবাইকে সহ্য করতে বললেন সাবেক ভারতীয় তারকা। বুঝিয়ে দিলেন, সহসাই 

ক্রিকেট ফিরছে না ভারতে।bd news24

ওপেনার মায়াঙ্ক আগারওয়ালের সঙ্গে ভিডিও চ্যাটে সৌরভ বলেন, ‘আমার মনে হয়, আগামী দুতিন মাস কিছুটা কঠিন পরিস্থিতি যাবে। আমাদের সহ্য করতে হবে। এই বছরের শেষ বা আগামী বছরের শুরুতে হয়তো আমরা স্বাভাবিক জীবনে ফিরতে পারে।'bd news24

এ ছাড়া টিকা না আসা পর্যন্ত সতর্ক থাকতে বলছেন বিসিসিআইপ্রধান, ‘টিকা না আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। সে পর্যন্ত অবশ্যই আমাদের সতর্ক থাকতে হবে। টিকা এলে আর সব অসুখের মতোই হয়ে যাবে এটা, সব তখন ঠিক হয়ে যাবে।'bd news24

বর্তমান অবস্থার তুলনা করে সৌরভ আরো বলেন, ‘এটা অনেকটা ব্যাটিং কৌশলের মতোই। সব পিচে একভাবে ব্যাটিং করা যায় না। মন্থর উইকেটে করতে হয় এক কৌশলে। ঘূর্ণি উইকেটে আরেক রকম। ন্যাড়া উইকেটে আবার আরেক রকম। কোভিড এখন যে পর্যায়ে আছে, আগে আমাদের এখান থেকে বের হতে হবে। আশা করি, এ বছরের শেষ দিকে সব ঠিক হয়ে যাবে।'bd news24

কোন মন্তব্য নেই

Storman থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.