Header Ads

Header ADS

ক্রিকেট ফেরার দিন ম্লান বৃষ্টিতে


ক্রিকেট ফেরার দিন ম্লান বৃষ্টিতে


নেতৃত্বের অভিষেকে টস জিতে বেন স্টোকস নেন ব্যাটিং। শুরুটা ভালো হয়নি তার দলের। ইনিংসের দশম বলে ডম সিবলিকে হারায় স্বাগতিকরা। দারুণ এক ডেলিভারিতে ইংলিশ ওপেনারকে বোল্ড করে দেন চোট কাটিয়ে ফেরা শ্যানন গ্যাব্রিয়েল।

বৃষ্টির বাধায় নির্ধারিত সময়ে করা যায়নি টস। প্রথম সেশনে খেলাই সম্ভব হয়নি। তিন ওভার হওয়ার পর বৃষ্টি নামলে খেলা বন্ধ হয়ে যায়। ৭ বল পর আবার বৃষ্টির বাধা। বৃষ্টির ফাঁকে ফাঁকে সব মিলিয়ে খেলা হয়েছে কেবল ১৭.৪ ওভার।

শুরুর ধাক্কা সামাল দিয়ে বাকি সময়টায় আর কোনো ক্ষতি হতে দেননি বার্নস ও ডেনলি।BD news24

করোনাভাইরাস প্রাদুর্ভাবের পর অনাকাঙ্ক্ষিত বিরতি পেরিয়ে মাঠে ক্রিকেট ফেরার পথটা সহজ ছিল না। নিতে হয়েছে কয়েক মাসের পরিকল্পনা, লম্বা প্রস্তুতি। জীবাণুমুক্ত পরিবেশ প্রটোকল, নতুন যুক্ত হওয়া বলে লালা ব্যবহারে না-এমন কিছু বিঘ্ন করেনি। বাগড়া দিয়েছে ‘পুরনো শত্রু’ বৃষ্টি।BD news24 

করোনাভাইরাস বিরতির আগে সবশেষ বলটি করেছিলেন প্যাট কামিন্স। ১১৭ দিন পর কেমার রোচ প্রথম বলটি করার আগে দুই দলের খেলোয়াড়রা হাঁটু গেড়ে বসে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলনের প্রতি সংহতি জানান। কদিন আগে পৃথিবীকে বিদায় জানানো ক্যারিবিয়ান কিংবদন্তি এভারটন উইকস ও করোনাভাইরাসে প্রাণ হারানোদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।BD news24

সাউথ্যাম্পটন টেস্টের একাদশে জায়গায় হয়নি অভিজ্ঞ ইংলিশ পেসার স্টুয়ার্ট ব্রড ও অলরাউন্ডার ক্রিস ওকসের। টসের সময় স্টোকস জানান, দলে না থাকার বিষয়টি একজন চ্যাম্পিয়নের মতো গ্রহণ করেছেন ব্রড।BD news24

কোন মন্তব্য নেই

Storman থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.